রবিবার, ২৮ আগস্ট, ২০২২

ইউক্রেন থেকে রাশিয়া যাওয়া লোকজনকে আর্থিক সুবিধা দেওয়ার ঘোষণা

ইউক্রেন ছেড়ে রাশিয়ায় যাওয়া লোকজনকে আর্থিক সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর্থিক সুবিধা সংক্রান্ত একটি ডিক্রিতে শনিবার (২৭ আগস্ট) সই করেন প্রেসিডেন্ট পুতিন।

ডিক্রির আওতায় পেনশনভোগী, অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধী ব্যক্তিরাও আর্থিক সুবিধা পাবেন বলে জানা গেছে।

সরকারি একটি পোর্টালে প্রকাশ করা হয় ওই ডিক্রি। সে অনুযায়ী, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে যারা ইউক্রেন ভূখণ্ড ত্যাগ করতে বাধ্য হয়ে রাশিয়ায় যান, তাদের মাসিক ১০ হাজার রুবল করে পেনশন দেওয়া হবে।

ডিক্রিতে আরও বলা হয়, ইউক্রেনের পাশাপাশি দোনেৎস্ক ও লুহানস্কের নাগরিকদের এই আর্থিক সুবিধা দেওয়া হবে।

দোনেৎস্ক ও লুহানস্ক ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চল। এ দুটি অঞ্চলকে স্বাধীন হিসেবে গত ফেব্রুয়ারিতে স্বীকৃতি দেয় রাশিয়া। মস্কোর এই পদক্ষেপের নিন্দা জানায় ইউক্রেন ও পশ্চিমারা। তারা মস্কোর এই পদক্ষেপকে বেআইনি বলেও আখ্যা দেয়।

মস্কো ইউক্রেনীয়দের রাশিয়ান পাসপোর্ট দিয়ে আসছে। মস্কোর এ তৎপরতাকে অবৈধ প্রচেষ্টা বলছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দেশ দুটির টানা ছয় মাসের লড়াইয়ে বহু মানুষ হতাহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। আধুনিক অস্ত্রের ঝনঝনানিতে ধ্বংসযজ্ঞে পরিণত হয় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ সব অঞ্চল। জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ইউক্রেনের বহু নাগরিক।

সূত্র: রয়টার্স

এসএনআর/জেআইএম



Advertiser