বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। শিগগির নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘আমায় নিয়ে খেলছো তুমি’ শিরোনামের এই গানটি লিখেছেন মামুন আফনান রুমী। সুর করেছেন মোহাম্মদ মিলন। এই গানের সংগীত পরিচালনা করছেন কাউছার খান।
গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘ নতুন একটি গান করলাম। কথাগুলো ভালো লেগেছে। গানটি লিখেছে গীতিকার মামুন আফনান রুমী। ছেলেটা নতুন কিন্তু ভালো করছে। আশা করি, সবার ভালো লাগবে।’
এ প্রসঙ্গে গীতিকার মামুন আফনান রুমী বলেন, ‘আসিফ ভাইয়ের জন্য প্রথমবার গান লিখলাম। তাই অনুভূতিটা অন্যরকম। তিনি যে ধরনের গান করেন তার সঙ্গে মিল রেখে লেখার চেষ্টা করেছি। আশা করি, গানটি সবার পছন্দে হবে।’
জানা গেছে, খুব শিগগির প্রযোজনা সংস্থা এআরকে এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।
এমআই/জেএইচ/জেআইএম