রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।
ওয়েবসাইটে দেখা গেছে, ইংরেজি লিখিত পরীক্ষায় ৫৬৬ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৩০০ জন। অকৃতকার্য হয়েছে ২৬৬ জন পরীক্ষার্থী। অন্যদিকে চারুকলা অনুষদে ১ হাজার ১৯ জন শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৯১৭ জন, অকৃতকার্য হয়েছে ৭৯ জন এবং খাতা বাতিল হয়েছে ২৩ জন পরীক্ষার্থীর।
এদিকে সঙ্গিত বিভাগে ২৪৫ জন ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪৪ জন এবং অকৃতকার্য হয়েছে ২০১ জন পরীক্ষার্থী। এছাড়া নাট্যকলা বিভাগে ৩৪২ জন ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪৬ জন এবং অকৃতকার্য হয়েছে ২৯৬ জন পরীক্ষার্থী।
এরআগে গত ১১-১৬ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে ভর্তি পরীক্ষার এ ইউনিটের অন্তর্গত সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া ১২ আগস্ট ইংরেজি বিভাগের লিখিত এবং চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে।
প্রকাশিত ফলাফল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.ru.ac.bd/admission এর এডমিশন পেজে দেখা যাবে।
মনির হোসেন মাহিন/এফএ/এএসএম