খাগড়াছড়ির মাটিরাঙায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রুমা আক্তার (২২) নামের এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলেই মা নিহত হলেও ভাগ্যক্রমে বেঁচে গেছে তার ১২ মাস বয়সী কন্যা শিশু।
শুক্রবার (২৬ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে মাটিরাঙার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার মাটিরাঙার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরানবাজার এলাকার মো. রোশন আলীর মেয়ে। সে নোয়াখালী জেলার সেনবাগের মো. আবব্দুল্লাহর স্ত্রী। সে দাদীর কুলখানী শেষে নোয়াখালীর সেনবাগে শ্বশুরবাড়ি ফিরছিল।
বেলছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. আমির হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত ওই নারী শ্বশুরবাড়ি যাওয়ার পথে বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার মোড়ে মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে যায়। এসময় মাটিরাঙ্গা থেকে তবলছড়িগামী পাথর বোঝাই দ্রুতগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৫৯) চাপায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘাতক ট্রাক ও মাহিন্দ্রা পুলিশ হেফাজতে রয়েছে, তবে চালক পলাতক রয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/জেএস/জিকেএস