স্বামী-স্ত্রীর কম্প্রোমাইজ
স্বামী-স্ত্রীর ঝগড়া হয়ে গেছে, প্রায় অর্ধেকটা দিন কেউই কারো সঙ্গে কোনো কথা বলছে না। বিকেলের দিকে স্ত্রী স্বামীর কাছে এসে বললো—
স্ত্রী: দেখ এভাবে ঝগড়া করে, মুখ গোমড়া করে বসে থেকে লাভ নেই। আমাদের সমস্যা আমাদেরই মিটিয়ে নিতে হবে। তাই তুমি কিছুটা কম্প্রোমাইজ কর আমি কিছুটা করি।
স্বামী: ঠিক আছে, আমাকে কি করতে হবে?
স্ত্রী: তুমি আমার কাছে ক্ষমা চাও, যে এরকম আর করবেনা। আর আমি তোমাকে ক্ষমা করে দিই। ব্যস কম্প্রোমাইজ।
****
বসে বসে আর খাবে না ছেলে
মা: কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস কেন?
ছেলে: এখন থেকে এভাবেই খাব!
মা: কেন?
ছেলে: আর কত অপমান সহ্য করব?
মা: কীসের অপমান?
ছেলে: বাবা রোজই বলেন, ‘এত বড় ছেলে, এখনো বসে বসে খাস!’
****
‘ওয়াইফ’ শব্দটি যেভাবে এলো
শিক্ষক: ইংরেজি ‘ওয়াইফ’ শব্দটি কীভাবে এলো?
ছাত্র: এটি আসলে অন্য দুটি শব্দের সংকোচন, স্যার!
শিক্ষক: মানে? বুঝিয়ে বল!
ছাত্র: স্যার, ইংরেজরা খুব কায়দাবাজ জাত। তারা দুটি শব্দ থেকে এই শব্দটিকে বানিয়েছে।
শিক্ষক: কীভাবে সেটা বল।
ছাত্র: স্যার, ‘ওয়াইল্ড লাইফ’ শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফ।
শিক্ষক: পিটিয়ে তোকে লাল করে ফেলব বেয়াদব! তবে তা করছি না কারণ, মনে হচ্ছে তোর কথা সত্যও হতে পারে।
কেএসকে/জেআইএম