স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। এটি এখন বাংলাদেশের সবচাইতে বড় দুর্লভ চলচ্চিত্রের আর্কাইভ চ্যানেল আই আর্কাইভে অন্তর্ভূক্ত। ছবিটি মুক্তির ৫০ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই।
ঐতিহাসিক এই চলচ্চিত্রটির প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’ এর চ্যানেল আই আর্কাইভে অন্তর্ভূক্তি এবং মুক্তির ৫০ বছরপূর্তি উপলক্ষে ১১ আগস্ট দিনব্যাপী থাকছে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন।
এ ধারাবাহিকতায় ওইদিন সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’তে থাকবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রে ব্যবহৃত দেশাত্মবোধক গানের পরিবেশনা। দুপুর ১২টা ৫ মিনিটে নির্মাতা, লেখক এবং নাট্যকার অরুণ চৌধুরীর উপস্থাপনায় ‘বিশেষ ২৫ মিনিট’ প্রচার হবে।
এই অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় দেখানো হবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানাসহ বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফ্রেশ-প্রিমিয়াম টি তারকাকথন-এর বিশেষ পর্ব।
দুপুর ১টা ২০ মিনিটে প্রচার হবে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘এবং সিনেমার গান’-এ ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের গান। দুপুর ৩টা ৩০ মিনিটে দেখবেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা প্রযোজিত স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’র বিশেষ প্রদর্শনী।
চলচ্চিত্রটি প্রদর্শনীর পরপরই প্রচার হবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয়শিল্পী চিত্রনায়িকা নতুনের অংশগ্রহণে আবদুর রহমানের উপস্থাপনায় একটি বিশেষ অনুষ্ঠান।
এলএ/জেআইএম