সোমবার, ২২ আগস্ট, ২০২২

মতিঝিলে চুরি করার সময় ভবন থেকে পড়ে যুবক আহত

রাজধানীর মতিঝিলে চুরি করার সময় একটি ভবন থেকে পড়ে রুমন (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২২ আগস্ট) ভোরের দিকে মতিঝিলের গুপিবাগ ২ নম্বর লেন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসকর্মী মো. মাহবুব জানান, আমরা খবর পেয়ে গুপিবাগ ২ নম্বর লেন এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করি। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, চুরি করতে গিয়ে এক যুবক এক ভবন থেকে অন্য ভবনে লাফ দেয়। এ সময় নিচে পড়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত হন।
পরে এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক।

কাজী আল-আমিন/আরএডি/জিকেএস



Advertiser