প্রেমিকার স্বামীর হুমকি
মন্টু: ইন্সপেক্টর স্যার, আমাকে সাহায্য করুন। কেউ আমাকে ফোন করে হুমকি দিচ্ছে।
পুলিশ: কে সে? আপনি কি চিনতে পেরেছেন?
মন্টু: হ্যাঁ স্যার, আমার প্রেমিকার স্বামী।
****
নতুন বাসা ও ভাড়াটিয়া
এক ভাড়াটিয়া নতুন বাসা খুঁজেতে গিয়ে বাড়ির মালিককে বললেন—
ভাড়াটিয়া: এই বাড়ির পানির ব্যবস্থা কেমন?
মালিক: কল দিয়ে পানি না পড়লেও বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে।
****
ছোট বোনের চাওয়া
তন্নি তার বড় বোনকে বলছে—
তন্নি: আপু, তুই সব সময় আব্বুর কাছে নিজের জন্য চাস। আমার জন্য কিছুই চাস না।
বড় আপু: ওমা! কই, চাই তো!
তন্নি: কী চাস?
বড় আপু: তোর খুব হ্যান্ডসাম আর বড়লোক একজন দুলাভাই!
কেএসকে/এমএস