ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ৪৭ কেন্দ্রের সব কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। তবে কয়েকটি কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট নিতে সমস্যায় পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের। ফলে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌরসভার পবহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। এ কেন্দ্রে ইভিএমে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় বিড়ম্বনায় পড়তে হয় ভোটার ও ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
লাইনে দাঁড়িয়ে থাকা মোস্তাক আহম্মেদ নামে এক ভোটার বলেন, ‘সকাল ৮টায় লাইনে দাঁড়িয়েছি কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে এখনো ভোট দিতে পারিনি। আমি কাজের মানুষ ভোট দিয়ে কাজে যাবো। কিন্তু গরমে লাইনে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে আছি।’
তবে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাজাহান আলী জাগো নিউজকে বলেন, সামান্য সমস্যা ছিল ঠিক হয়ে গেছে। এখন আবার ভোট গ্রহণ চলছে।
সেখানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শাহিন জাগো নিউজকে বলেন, ভোটাররা বিষয়টি নিয়ে অনভিজ্ঞ হওয়ায় কিছু সমস্যা হচ্ছে। তবে ঠিক হয়ে গেছে। এখন ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হবে।
নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। মেয়র পদে চারজন প্রার্থী আছেন। তারা হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল খালেক, নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদী, মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র মো. মিজানুর রহমান ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সিরাজুল ইসলাম। এছাড়া সাধারণ আসনে ৭১ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে ২০ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এমএস