পর্যটকের বেশে ইয়াবা নিতে এসে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে দম্পতিসহ চারজন গ্রেফতার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের কলাতলীর স্বপ্ন বিলাস হোটেল থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ঢাকার গাজীপুরের জয়দেবপুর আমুনা এলাকার ইসমাইল হোসেন (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার (৩২), শাশুড়ি হোসনে আরা (৬০) ও শ্যালিকা সাবিনা আক্তার (২৫)।
পুলিশ জানায়, গোপন তথ্যে খবর আসে পর্যটকের বেশে ইয়াবা নিতে কক্সবাজারে অবস্থান করছে একটি পরিবার। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে একটি দল স্বপ্ন বিলাস নামের একটি হোটেলের ৬০৩ নাম্বার কক্ষে অভিযান চালায়। সেখান থেকে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।
ডিবির ওসি সাইফুল আলম জাগো নিউজকে বলেন, পর্যটক হিসেবে হোটেলে অবস্থান করা একটি পরিবার সংঘবদ্ধভাবে বিপুল পরিমাণ ইয়াবা কিনে ঢাকায় রওনা দিবে। এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। ১০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
সায়ীদ আলমগীর/এসজে/এমএস