ঢাকা শহরে ৪০০ নতুন অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছে আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই)। একই সঙ্গে বর্তমানের গুরুত্বপূর্ণ বিষয় ড্যাপ (ডিটেইল্ড এরিয়া প্ল্যান), ওয়েলনেস কমিউনিটি এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে আলোচনার আয়োজন করেছে।
এ উপলক্ষ্যে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর বিটিআই সেলিব্রেশন পয়েন্টে দুই দিনব্যাপী লঞ্চিং ইভেন্ট আয়োজন করা হয়েছে।
বিটিআই’র ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান বলেন, ‘ইভেন্টটিতে সদ্য অনুমোদিত ড্যাপের (ডিটেইল্ড এরিয়া প্ল্যান) প্রভাবের পাশাপাশি ওয়লেনেস কমিউনিটি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর দুটি প্যানেল আলোচনা থাকবে। এতে ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম, রিয়েল এস্টেট বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্থপতি রফিক আজম অংশ নেবেন।’
বিটিআই’র চিফ আর্কিটেক্ট সাবরিন জিনাত রহমান বলেন, ‘ওয়েলনেস কমিউনিটির অধীনে আমরা শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক কিংবা প্রবীণ নাগরিকের জন্য বিভিন্ন সুবিধা পরিকল্পনা করেছি। যেখানে আপনার কাছের মানুষ হবে আপনার প্রতিবেশী আর আপনার প্রতিবেশী হবে আপনার কাছের মানুষ। ওয়েলনেস কমিউনিটি ডিজাইন করার সময় আমরা সবার শারীরিক এবং মানসিক ফিটনেসের দিকে মনোনিবেশ করেছি।’
কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডের নির্বাহী পরিচালক আয়েশা সিদ্দিকা এবং বিক্রয় বিভাগের জেনারেল ম্যানেজার কাজী রাজিবুল হক জানান, বিটিআই গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট একটি পূর্ব-নিবন্ধিত ইভেন্ট এবং ইভেন্টের জন্য নিবন্ধন সবার জন্য উন্মুক্ত। নিবন্ধ করে আপনার আসন নিশ্চিত করতে কল করুন ১৬৬০৪ নম্বরে। এছাড়া সরাসরি এসেও নিবন্ধন করা যাবে।
এসইউ/এমএস