বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মিফতাহুল জান্নাত (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকার বেসরকারি পার্কভিউ হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয় বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসে ৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৩ জন। এর আগে ২১ ও ২২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। এদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া সবাই নারী।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে ৫৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৩ জন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মহানগরীতে।

চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে সেপ্টেম্বর মাসে এসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এ পর্যন্ত এখানে ৫৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে এখনো ২৯ জন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সর্বশেষ বুধবার ভোররাতে পার্কভিউ হাসপাতালে এক কন্যা শিশুর মৃত্যু হয়।

পার্কভিউ হাসপাতালের এমডি রেজাউল করিম বলেন, মঙ্গলবার দিনগত রাতে এক শিশু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা-নিরীক্ষা করে ওই শিশুর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। বুধবার ভোরে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ইকবাল হোসেন/এমআইএইচএস/জিকেএস



Advertiser