সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, পরিচয় মিলেছে ৭ জনের

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত হয়েছে।

নিহতরা হলেন- তারাগঞ্জের হাড়িয়ালকুঠি এলাকার আনোয়ার হোসেন (৩৫), সৈয়দপুরের কুণ্ডল এলাকার মহসিন হোসেন ( ৪২), পল্লি চিকিৎসক আনিছুর রহমান (৪৮), ধনঞ্জয় রায় (২৭) ও জীবন রহমান (২৮); সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুয়েল রানা (২২); গাইবান্ধার সাদেক আলী (৬৫)। অপর দুজনের পরিচয় জানা যায়নি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান দুর্ঘটনায় ৯ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে দুর্ঘটনায় হতাহতদের দেখতে সোমবার সকালে হাসপাতালে যান রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। রোগীদের খোঁজখবর নিয়ে নিহতদের দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার করে টাকা প্রদান করেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতের কথা জানান তিনি।

এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। এখনো চিকিৎসাধীন রয়েছেন অনেকে।

জিতু কবীর/আরএইচ/জেআইএম



Advertiser