রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

অব্যাহতি চাইলেন নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগ সম্পাদক

দল থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন নাটোরের নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার নাছির উদ্দিন নয়ন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জামিউল আলম জীবনের জানাজা শেষে এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

অব্যাহতিপত্রে নয়নের দাবি, প্রায় এক যুগ ধরে তিনি নলডাঙ্গা পৌর ও উপজেলা ছাত্রলীগরে সাধারণ সম্পাদক হিসেবে আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ও দলীয় কোন্দলসহ নানা কারণে ছাত্রলীগ নির্যাতিত হচ্ছে। যার বড় প্রমাণ জীবনের মৃত্যু। এ হত্যাকাণ্ড নিয়ে জেলা বা কেন্দ্রীয় ছাত্রলীগ নীরব।

পদত্যাগের আরও কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত ফার্স্টক্লাসে পাস করে দীর্ঘদিন নলডাঙ্গা পৌরসভায় মাস্টাররোলে চাকরি করেও তা স্থায়ী হয়নি। এসব নিয়ে মানসিকভাবে তিনি হতাশ। তাই তার পক্ষে ওই দায়িত্ব পালন সম্ভব নয়।

অব্যাহতির বিষয়ে নয়ন বলেন, ‘জীবন হত্যাকাণ্ডের বিষয় নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কিছুটা সোচ্চার রয়েছেন। তবে সাধারণ সম্পাদক নীরব ভূমিকা পালন করছেন। এ নিয়ে আমি ক্ষুব্ধ। এসব কারণে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।

উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করার জেরে ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবনকে পিটিয়ে আহত করা হয়। ঘটনার তিন দিন পর ২৩ সেপ্টেম্বর দুপুরে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।

এদিকে মারধরে জীবনের মৃত্যুর ঘটনায় নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এসজে/জেআইএম



Advertiser