গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে দুই ঘণ্টায় ৩১ শতাংশ ভোট পড়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত ৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনের রিটার্নিং অফিস সূত্র জানায়, জেলার ছয়টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৬৩৬ জন। দুই ঘণ্টায় জেলার শ্রীপুরে ৮২ জন, কালীগঞ্জে ১৫ জন, কাপাসিয়ায় ১৯ জন, কালিয়া করে ৬৫ জন ও সদর উপজেলায় ১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জেলার নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, জেলার পাঁচ উপজেলার ছয় কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে ৪৮৪ জন পুরুষ ও ১৫২ জন নারী ভোটার অংশ নিবে।
তিনি আরও জানান, গাজীপুর সদর উপজেলার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩২ জন ভোটার, কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুল কেন্দ্রে ১৩১ জন, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-১ ৫২ জন ও কেন্দ্র-২-এ ৬৮ জন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৬ জন ও কালীগঞ্জে বালীগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মোতাহার হোসেন মোল্লা (মোটরসাইকেল), বিদ্রোহী প্রার্থী এসএম মোকছেদ আলম (আনারস) ও মো. সামসুদ্দিন খন্দকার (চশমা) নির্বাচন করছেন।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম