শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

আজকের জোকস: ক্রিকেট নাকি স্ত্রী কোনটি প্রিয়

ক্রিকেট নাকি স্ত্রী কোনটি প্রিয়
এক লোক সব সময় ক্রিকেট নিয়ে মেতে থাকে। একদিন তার স্ত্রী গোমড়া মুখে বললো—
স্ত্রী: তোমার শুধু সব সময় ক্রিকেট আর ক্রিকেট! তুমি তো বোধহয় আমাদের বিয়ের তারিখটাও বলতে পারবে না!
স্বামী: ছি ছি, তুমি আমাকে কী মনে কর! আমি কি এতই পাগল নাকি? আমার ঠিকই মনে আছে।
স্ত্রী: তাহলে বলো তো, কবে আমাদের বিয়ে হয়েছিল?
স্বামী: যেবার শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়ার খেলায় টেন্ডুলকার এগারো রানের মাথায় মুত্তিয়া মুরলিধরনের বলে আউট হয়ে গেল। সেদিনই তো আমাদের বিয়ে হলো!

****

নামকরণ
বিজ্ঞান শাখায় পড়াশোনা করায় বিভিন্ন বিজ্ঞানীদের নাম মনে রাখতে আমাদের প্রায়ই হিমশিম খেতে হয়। সম্প্রতি আমার এক সহপাঠী বিজ্ঞানীদের নাম মনে রাখার পদ্ধতি বের করেছে। তারই একটা নমুনা:
বিজ্ঞানীর নাম: মার্সেলো মালপিজি
নাম মনে রাখার উপায়: এক লোক চুরি করে ধরা পড়লে লোকজন তাকে এমন মার দিল (মার্সেলো) যে তাকে চুরির মাল ফেরত দিয়ে পিজি হাসপাতালে ভর্তি হতে হয় (মাল+পিজি= মালপিজি)। সেই থেকে তার নাম মার্সেলো মালপিজি।

****

প্রেমিকা একাই একশ
বাসে দুই ব্যক্তি পাশাপাশি সিটে বসে যাচ্ছেন। জ্যামে বসে খোশগল্প শুরু করলেন একে অপরের সঙ্গে—
১ম ব্যক্তি: ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে?
২য় ব্যক্তি: আছে ভাই।
১ম ব্যক্তি: কয়টা?
২য় ব্যক্তি: একশটা।
১ম ব্যক্তি: কী কন ভাই, একশটা?
২য় ব্যক্তি: হ ভাই। হেতি কইছে, হেতি একাই একশ!

কেএসকে/এমএস



Advertiser