শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

পরীমনির জন্মদিনে নতুন সিনেমার গান

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। আগামী ২৪ অক্টোবর তার জন্মদিন। প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজনে জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছেন সম্প্রতি মা হওয়া এই নায়িকা।

সেদিন অনেক চমকের ভিড়ে থাকবে তার নতুন সিনেমার একটি গানের প্রকাশনাও। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটি প্রকাশ হবে সেদিন। এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক।

বর্তমানে তিনি ভারতে রয়েছেন। তার সিনেমার কালার কারেকশনের কাজ করছেন। সেখান থেকে তিনি গান প্রকাশের কথা জানিয়ে বলেন, আমাদের নায়িকা পরীমনির জন্মদিনে আসছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির প্রথম গান। আশা করছি এই গান সবার মনে রোমান্টিক অনুভূতি তৈরি করবে। ভালো লাগবে সবার।

‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। শরিফ আলদ্বীনের লেখা গানে সুর করেছেন নাজির মাহামুদ ও সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

পরিচালক জানান, এই গান ছাড়াও আরও ৪টি গান আছে এই সিনেমায়। আগামী বছর ছবির মুক্তির আগে সবগুলো গান প্রকাশ হবে।

জনপ্রিয় শিশুসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনি লেখক মুহম্মদ জাফর ইকবালের লেখা গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সরকারি অনুদানে ছবিটি নির্মাণ করছেন আবু রায়হান জুয়েল৷

শিশুতোষ এই চলচ্চিত্রে পরীমনির সঙ্গে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। পাশাপাশি বেশ কয়েকজন শিশুশিল্পীকেও এই সিনেমায় দেখা যাবে।

এমআই/এমএমএফ/এমএস



Advertiser