মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

‘কাতারে দালালমুক্ত দূতাবাস গঠনে সবধরনের চেষ্টা করেছি’

কাতার ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার, সেবার মান বৃদ্ধি এবং দালালমুক্ত দূতাবাস গঠনে সবধরনের চেষ্টা করেছি। সেইসঙ্গে বৃহৎ আকারে প্রবাসীদের একত্রিত করার জন্য ঈদের জামাত বাংলাদেশ স্কুলে আদায় করার ব্যবস্থা করেছি।

সোমবার (২৪ অক্টোবর) দোহার ক্রাউন প্লাজা হোটেলে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন এসব কথা বলেন।

বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নূর মোহাম্মদ নূর। এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক সৈয়দ, ড. হাবিবুর রহমান, বোরহান উদ্দীন শরিফ, এস এম ফরিদুল হক, তাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, দূতাবাসের লেবার মিনিস্টার ড. মোস্তাফিজুর রহমান, জসিম উদ্দিন দুলাল, মোহাম্মদ ইসমাইল মিয়া, শফিকুল ইসলাম তালুকদার বাবু, ইঞ্জিনিয়ার আবু রায়হান, আমিন রসুল সাইফুল, সৈয়দ আনা মিয়া।

এছাড়া মাহবুবুর রহমান চৌধুরী, শাহ জাহান সাজু, মো. কফিল উদ্দিন, নুরুল আলম, আমিনুল ইসলাম, সাহেল নূর নবী, আব্দুল মতিন পাটোয়ারী, নুরুল আফছার বাবুল, তৌফিক ই চৌধুরী, আহমেদ মালেকসহ দূতাবাসের কর্মকর্তা, কাতার বাংলা প্রেস ক্লাব, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এমআরএম/এমএস



Advertiser