স্পেনপ্রবাসী বাংলাদেশিদের ঐক্যের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের ২০২২/২৩ সালের জন্য গঠিত কমিটির অভিষেক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।
আগামী রোববার (৩০ অক্টোবর) মাদ্রিদের খেসুসি মারিয়া রোডের ৩২ নম্বর হোল্ডিংয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে বিকেল সাড়ে ৪টায় এ অনুষ্ঠান শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। এতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সদস্যসহ প্রবাসী সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার।
এমআরএম/এমএস