বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অগ্নিকাণ্ড

ভারতের কলকাতায় টালিগঞ্জের কুঁদঘাট এলাকায় স্টুডিওপাড়ায় একটি প্রযোজনা সংস্থার গুদামে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন বিদ্যুৎ, যুবকল্যাণ, ক্রীড়া ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, শহরের বাবুরাম ঘোষ রোডের ওই এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ। সাতসকালে আগুন লাগার খবরে চারপাশে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত এলাকা ছাড়েন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে।

স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার সময় গুদামটিতে কেউ ছিলেন না। তবে গুদামের ভেতর প্রযোজনা সংস্থার বিপুল সরঞ্জাম ছিল। সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে আগুন লাগার পর অতিরিক্ত তাপে আশপাশের বেশ কয়েকটি বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

তবে স্থানীয়রা বলছেন, আগুন লাগার প্রায় আধঘণ্টা পর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া গুদামটিতে কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়নি।

এমকেআর/এএসএম



Advertiser