রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

মজিলা ফায়ারফক্সে কুকিজ, ক্যাশ হিস্ট্রি মোছার উপায়

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার মজিলা ফায়ারফক্স। তবে এখন গুগল ক্রোমের জনপ্রিয়তার কাছে কিছুটা পিছিয়েই পড়েছে। তারপরও এই ব্রাউজারের ব্যবহারকারীও কম নয়।

গুগল ক্রোমের মতো মজিলা ফায়ারবক্সে খুব সহজেই কুকিজ, ক্যাশ হিস্ট্রি ডিলিট করা যায়। কারণ এসব ইন্টারনেট ব্রাউজার ব্যবহারকারীর হিস্ট্রি সংরক্ষণ করে রাখে। আপনি ব্রাউজারে কী কী সার্চ করেছেন, কোন কোন ওয়েবসাইটে ব্রাউজ করেছেন তা সবই এখানে সংরক্ষণ করা থাকে। যা অন্য কেউ দেখে ফেলতে পারে। ফলে পড়তে পারেন বিব্রতকর অবস্থায়।

এজন্য নির্দিষ্ট সময় পর পর হিস্ট্রি মুছে ফেলাই নিরাপদ। চলুন জেনে নেওয়া যাক মজিলা ফায়ারফক্সে কীভাবে কুকিজ, ক্যাশ হিস্ট্রি মুছতে পারবেন-

>> আপনার ডেস্কটপ থেকে মুজিলা ফায়ারফক্স ওপেন করুন।
>> উপরের ডানদিকের কোণায় হ্যামবার্গার মেনুতে ক্লিক করুন।
>> তারপর বাম প্যানেল থেকে গোপনীয়তা এবং সুরক্ষা অপশনটি নির্বাচন করুন।
>> এবার কুকিজ এবং সাইট ডাটা অপশনে ক্লিক করুন।
>> ক্লিয়ার ডাটা অপশনটি সিলেক্ট করুন।
>> এখানে ক্যাশ ওয়েব, কুকিজ, হিস্ট্রি অপশন আসবে। পাশে থাকা বক্সে টিক মার্ক দিন।
>> এবার ওকে ক্লিক করে দিন।

সূত্র: এনডিটিভি গ্যাজেট

কেএসকে/এমএস



Advertiser