রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দুদিন আগে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলা মোটর মালিক সমিতি। অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টায় শুরু হওয়া এ ধর্মঘট চলবে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত।
৩৬ ঘণ্টার এ ধর্মঘটে পঞ্চগড়-রংপুর রুটে বিআরটিসি বাস চলাচলও বন্ধ রয়েছে। এতে বিভিন্ন গন্তব্যমুখী সাধারণ যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। যদিও শুক্রবার সকালে পঞ্চগড় থেকে দশ মাইল এলাকা হয়ে পঞ্চগড়-দিনাজপুর রুটে দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল ছিল স্বাভাবিক। আন্তঃজেলার ছয়টি রুটেও বাস-মিনিবাসসহ অন্য যানবাহন চলাচল করতে দেখা গেছে।
তবে আগামীকাল শনিবার সকাল থেকে দিনাজপুর-পঞ্চগড় রুটে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা স্থানীয়দের। শনিবার রংপুর কালেক্টরেট ঈদগাঁ মাঠে গণসমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে ধর্মঘটের বিঘ্নতা এড়াতে বৃহস্পতিবার রাত থেকে আশপাশের জেলাগুলো থেকে দলটির নেতাকমীরা রংপুর শহরে আসতে শুরু করেছেন।
ধর্মঘটের বিষয়ে পঞ্চগড় মোটর মালিক ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন, পঞ্চগড় থেকে রংপুর-বগুড়াসহ বিভিন্ন রুটে ৩০ থেকে ৩২টি বিআরটিসির গাড়ি নিয়মিত চলাচল করে। ধর্মঘটের কারণে এসব গাড়ি শুক্রবার সকাল থেকে চলাচল বন্ধ রয়েছে। পঞ্চগড়-রংপুর রুটে বিআরটিসি ছাড়াও অন্য যানবাহনও চলাচল বন্ধ রয়েছে। তবে রংপুরে যাতায়াতকারী যাত্রীরা পঞ্চগড়-দিনাজপুর রুটের দশ মাইল এলাকা পর্যন্ত যাতায়াত করছেন। পঞ্চগড় থেকে দিনাজপুর গেইটলক বাস সার্ভিস চালু রয়েছে। দশ মাইল থেকে যাত্রীরা নিজস্ব ব্যবস্থায় সৈয়দপুর ও রংপুর যাতায়াত করছেন।
এদিকে সকাল থেকে পঞ্চগড়-রংপুর সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ বিআরটিসির পরিবহন শ্রমিকরা।
পঞ্চগড় থেকে রংপুর ডিপো রুটে যাতায়াতকারী বিআরটিসি বাসের শ্রমিক মো. উজ্জ্বল জাগো নিউজকে বলেন, শুনেছি রংপুরের একটি সমাবেশের কারণে মিছিল-মিটিং হতে পারে। এজন্য আমরা শুক্রবার সকাল থেকে বসে আছি। আমাদের কোনো গাড়ি পঞ্চগড় ছেড়ে যায়নি।
এ বিষয়ে পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী জাগো নিউজকে বলেন, পরিবহন ধর্মঘটের কারণে পঞ্চগড়-রংপুর সরাসরি বিআরটিসিসহ অন্য যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। শুক্রবার সকালে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে দিনাজপুরসহ আন্তঃজেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শনিবার সকাল থেকে দিনাজপুর-পঞ্চগড় রুটেও যানবাহন চলাচল করবে কি না, এখনো বলা যাচ্ছে না।।
সফিকুল আলম/এমকেআর/জিকেএস