শনিবার, ১ অক্টোবর, ২০২২

সত্যিই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মত খেলেছি: মুশফিক

দুরন্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সম্প্রতি তারা বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে। এবার এশিয়া কাপে শিরোপা ধরে রাখার মিশনেও দারুণ সূচনা করেছে নিগার সুলতানার দল।

এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই থাইল্যান্ডকে মাত্র ৮২ রানে অলআউট করে ৯ উইকেট আর ৫০ বল হাতে রেখে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ব্যাটে-বলে নারীদের এমন পারফরম্যান্স দেখে রীতিমত মুগ্ধ জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শুভকামনা জানিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটার।

মুশফিক তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘এশিয়া কাপের উদ্বোধনী খেলায় জয়ী আমাদের মেয়েরা সাবাশ। সত্যিই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মত খেলেছি। চালিয়ে যাও। মাশাআল্লাহ।’

এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে আগামী ৩ অক্টোবর।

এমএমআর/এএসএম



Advertiser