শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

মধ্যরাতে ফিল্মি স্টাইলে অপরাধী ধরলো পুলিশ

মধ্যরাতে মহাসড়কে দীর্ঘ পথ মোটরসাইকেলে ধাওয়া করে দুই অপরাধীকে আটক করেছে পুলিশ। নাটোরের বড়াইগ্রামের শ্রীরামপুর থেকে বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মিল্টন ও সাইফুল।

খোঁজ নিয়ে জানা যায়, নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় জামাল কাজী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হাতের রগ কেটে দেন মিল্টন ও সাইফুল। আহত জামাল কাজীকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পরই নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদের তত্ত্বাবধানে অভিযানে নামে পুলিশ। সঙ্গে ছিলেন উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দীন ও সঙ্গীয় ফোর্স। বৃহস্পতিবার রাত দুইটায় পুলিশ অপরাধীদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে তারা পালাতে থাকেন। এসময় এসআই জামাল ও সঙ্গীয় ফোর্স মোটরসাইকেল নিয়ে নাটোর-ঢাকা মহাসড়ক দিয়ে তাদের ধাওয়া করেন।

একপর্যায়ে বড়াইগ্রামের শ্রীরামপুর এলাকায় তাদের মোটরসাইকেল গতিরোধ করে আটক করা হয়। আটক ব্যক্তিরা নাটোর শহরের মল্লিকহাটি মহল্লার বাসিন্দা। শুক্রবার বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের নাটোর জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

রেজাউল করিম রেজা/এমকেআর



Advertiser