খুলনায় অনলাইন বেটিং চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
বুধবার (৯ নভেম্বর) রাতে বটিয়াঘাটা উপজেলার নোয়াইলতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. রুবেল জোয়ার্দার (২৯), তার সহযোগী মো. শাকিল আহম্মেদ (২৬) ও মো. তামিম শেখ(২২)।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ওয়ানএক্সবেটসহ বিভিন্ন বেটিং ওয়েব সাইটের মাধ্যমে অর্থ লেনদেন করে আসছে। উক্ত চক্রটি অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এবং বিকাশ/নগদ/রকেট/ইউপে অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন করে থাকে।
এতথ্যের ভিত্তিতে খুলনার র্যাব-৬ এর একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারদের কাছ থেকে অনলাইন বেটিং এর কাজে ব্যবহৃত তিনটি অ্যানড্রয়েড স্মার্ট ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোন থেকে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে বিকাশ/নগদ/উপায়/রকেট ছাড়াও অ-অনুমোদিত বিদেশি অ্যাপস মোবিক্যাশের সাহায্যে ওয়ানএক্সবেটসহ অন্যান্য অবৈধ বেটিংএ আয় ও ব্যয় করা ডলার এবং দেশীয় অর্থ অবৈধ উপায়ে লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
আলমগীর হান্নান/জেএস/এএসএম