নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লব (৫১)। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য।
রোববার ( ১৩ নভেম্বর) সকালে বিপ্লবের বোন শ্বাশতী বিপ্লব পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করেছেন।
নিহত দুরন্ত বিপ্লব (৫১) নেত্রকোনার পূর্বধলার ছোট ইলাশপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের লোকজন থাকতেন ঢাকার মোহাম্মদপুরে। কেরানীগঞ্জ এলাকায় তার কৃষি খামার রয়েছে।
পাগলা নৌ-পুলিশ থানার পরিদর্শক মো. শারজাহান আলী জাগো নিউজকে বলেন, ৭ নভেম্বর কেরানীগঞ্জ কামরাঙ্গীরচর এলাকায় খেয়া পারাপারের সময় দুটি ট্রলারের সংঘর্ষে বুড়িগঙ্গা নদীতে পড়ে যান দুরন্ত বিপ্লব। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার তার বোন শ্বাশতী বিপ্লব পরিচয় নিশ্চিত করেছেন। দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মোবাশ্বির শ্রাবণ/জেএস/বিএ/এমএস