সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লায় পাট বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯টি পাট গুদামের ১৫ হাজার মন পাট ও ৬০ হাজার পাটের বস্তা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
সোমবার (৭ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ছয়টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১৪ জন পাট ও পাটজাত পণ্যের ব্যবসায়ীর ৯টি গুদামে রাখা প্রায় ১৫ হাজার মন পাট ও ৬০ হাজার পাটের বস্তা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে উল্লাপাড়া পাট বন্দর বনিক সমিতির সভাপতি এস এম আমিরুল ইসলাম আরজু জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সারোয়ার খান জাগো নিউজকে জানান, আগুন লাগার ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও পাঁচটি ইউনিটকে এনে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
জেএস/জিকেএস