ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে ইঞ্জিন বিকল হওয়ার দেড় ঘণ্টা পর ছেড়ে গেছে ট্রেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন মশাখালী স্টেশনে বিকল হয়ে পড়ে। পরে বেলা পৌনে ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
মশাখালী স্টেশন মাস্টার আতিকুল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন মশাখালী স্টেশনে বিকল হয়ে পড়ে। পরে দেড় ঘণ্টার চেষ্টার ইঞ্জিন ঠিক হলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে, এই ঘটনায় ঢাকা ময়মনসিংহে ট্রেন যোগাযোগ সচল ছিল।
মঞ্জুরুল ইসলাম/জেএস/এএসএম