বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রকি মিয়া (২০) নামে এক মাইক্রোবাসচালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। রকি মিয়া উপজেলার পারধুনট গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্কুলছাত্রীর জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে স্কুলছাত্রীর চাচা রকি মিয়ার বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেছেন। এ মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চালাপাড়া গ্রামের এক দিনমজুরের মেয়ে (১৫) স্থানীয় মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে। মেয়েটির বাবা নারী নির্যাতনের একটি মামলায় প্রায় ৯ মাস ধরে বগুড়া জেলা কারাগারে আটক আছে। আর মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করে। মেয়েটি একা গ্রামের বাড়িতে থাকে। এ সুযোগে রকি মিয়া বিয়ের প্রলোভন দিয়ে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
এ অবস্থায় ১০ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে রকি মিয়া। পরে রকি মিয়াকে বিয়ের কথা বলে মেয়েটি। কিন্তু বিয়েতে রাজি না হয়ে ওই বাড়ি থেকে কৌশলে কেটে পড়ে রকি। এ কারণে ২২ নভেম্বর সন্ধ্যায় মেয়েটি বিয়ের দাবিতে রকির বাড়িতে অবস্থান নেয়। এসময় রকি বাড়ি থেকে পালিয়ে যায়। তখন নিরুপায় হয়ে মেয়েটির চাচা রকি মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
জেএস/জিকেএস
