প্রিয় অভিনেতা বা অভিনেত্রীদের নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। কখনোবা স্বপ্নের মতোই সামনাসামনি দেখা হয়ে যায় প্রিয় তারকার সঙ্গে। তখন ভক্তের মন জয় করতেও কার্পণ্য করেন না সেই তারকা। এবার এমনই অভিজ্ঞতার মুখোমুখি টলিগঞ্জের হ্যান্ডসাম হিরো জিৎ।
সম্প্রতি তমলুকে একটি স্টেজ শোয়ে হাজির ছিলেন এ অভিনেতা। দর্শকের উপচেপড়া ভিড়ের মধ্যেই এক বৃদ্ধা দর্শকের ওপর নজর পড়ে তার। এরপর সোজা সেই বৃদ্ধাকে মঞ্চে তুলে আনেন। কথা বলেন এবং বৃদ্ধাকে বুকে জড়িয়ে ধরেন। পা ছুঁয়ে বৃদ্ধার কাছ থেকে আর্শীবাদও নেন।
এখানেই শেষ নয়, স্টেজ থেকে নামার সময় বৃদ্ধার হাতে উপহারও তুলে দেন জিৎ। টলিউড সুপারস্টারের এমন ব্যবহারে আপ্লুত তমলুকের ওই বৃদ্ধা। এ ঘটনার ভিডিও এরই মধ্যে ইন্টারনেটে ছড়িয়েছে। এতে আপ্লুত ও জিতের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
সবশেষ ‘রাবণ’ ছবিতে নতুন অবতারে হাজির হয়ে চমকে দিয়েছিলেন জিৎ। এবার তার নতুন ছবি ‘চেঙ্গিস’ কতটা সারপ্রাইজ নিয়ে আসছে, সে অপেক্ষাতেই দর্শক-অনুরাগীরা।
View this post on Instagram
নব্বইয়ের দশকে কলকাতা শহরে ঘটে যাওয়া কিছু ঘটনার পটভূমিতে নির্মিত হচ্ছে ‘চেঙ্গিস’। শুটিংও হবে কলকাতার বিভিন্ন জায়গায়।
বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিমের সঙ্গেও নাকি নতুন একটি ছবিতে পর্দা ভাগাভাগি করবেন জিৎ, শোনা যাচ্ছে এমন কথাও।
এমকেআর/এমএস