শনিবার, ৫ নভেম্বর, ২০২২

কুয়েতে জেলহত্যা দিবস পালন

কুয়েত আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। এ সময় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আহমেদ আকাশ।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টায় কুয়েত সিটির ওতানিয়া হলিডে হোটেলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল। বিশেষ অতিথি ছিলেন আব্দুল হাই ভূঁইয়া, প্রধান বক্তা আশরাক আলী ফেরদৌস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত আওয়ামী লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, সঞ্চালনা করেন সদস্য সচিব মুরাদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- মিজানুর রহমান মিজান, আব্দুল আজিজ তাজউদ্দিন, ফয়ছল, আলম, নোমান আহমেদ, আহাদ আম্বিয়া, খোকন, প্রদিপ সূত্রধর, প্রজিত, পাল, উদ্দিন তালুকদার, আহমেদ, সৈয়দ, সাইফুল, মিয়া।

এমআরএম/জেআইএম



Advertiser