শনিবার, ৫ নভেম্বর, ২০২২

টিকিটছাড়াই বিশ্বকাপের খেলা দেখা যাবে কাতারে!

বিশ্বকাপের টিকিট কিনতে পারেননি? অথচ, কাতারে স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখতে চান? হতাশ হওয়ার কিছুই নেই। এবার সম্ভবত আপনার জন্য দারুণ একটি সুযোগ সৃষ্টি করে দিতে যাচ্ছে আয়োজক দেশ কাতার এবং ফিফা। তবে নির্দিষ্ট দিনের আগে বিশ্বকাপের দেশে প্রবেশ করতে পারবেন না তারা।

যাদের পকেটে বিশ্বকাপ ফুটবলের টিকিট রয়েছে, সেই সব ভাগ্যবান ফুটবলপ্রেমীরা প্রতিযোগিতা শুরুর আগেই কাতারে পৌঁছে যেতে পারবেন। কিন্তু, যাদের কাছে টিকিট নেই, তারা বিশ্বকাপ শুরু হওয়ার পরও কাতারের ভিসা পাবেন না। তাদের অপেক্ষা করতে হবে নির্দিষ্ট দিনের জন্য। ২ ডিসেম্বর থেকে তারা কাতারে প্রবেশ করতে পারবেন। প্রসঙ্গত, কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর থেকে।

কাতার সরকারের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র জাবর হাম্মাউদ বলেছেন, ‘বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হলেই আমরা টিকিটহীন ফুটবলপ্রেমীদের কাতারে স্বাগত জানাতে প্রস্তুত। ২ ডিসেম্বর থেকে তারা কাতারে আসতে পারবেন। বিশ্বকাপের উত্তাপ সকলেই উপভোগ করতে পারবেন।’

বিশ্বকাপের টিকিট এবং ভিসা পেলেই টুর্নামেন্টের সময় কাতারে যাওয়া যাবে না। থাকতে হবে হায়া কার্ড। এই কার্ড না থাকলে কাতারে এবং বিশ্বকাপের স্টেডিয়ামগুলিতে প্রবেশ করা যাবে না। কাতার বিশ্বকাপের সরকারি ওয়েবসাইটেই হায়া কার্ডের জন্য আবেদন করা যাচ্ছে। মোবাইল অ্যাপেও এই কার্ড পাবেন ফুটবলপ্রেমীরা।

হাম্মাউদ বলেছেন, ‘আমরা প্রত্যেক ফুটবলপ্রেমীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। সংশ্লিষ্ট সংস্থাগুলি একসঙ্গে কাজ করছে। সফল বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে আমরা আশাবাদী। যাদের কাছে হায়া কার্ড থাকবে, তারা ২৩ জানুয়ারি পর্যন্ত কাতারে থাকতে পারবেন।’

বিশ্বকাপ দেখতে আসা ফুটবলপ্রেমীদের স্বাস্থ্য নিয়েও যত্নবান আয়োজকরা। আয়োজক কমিটির অন্যতম মুখপাত্র ইউসেফ আল মাসলামানি বলেছেন, ‘ফুটবলপ্রেমীদের জন্য আমরা বিনামূল্যের হেল্প লাইন খুলছি। প্রয়োজন হলে ১৬০০০ নম্বরে ফোন করে যে কেউ স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।’

বিশ্বকাপের কথা মাথায় রেখে আগেই কোভিডবিধি শিথিল করেছে কাতার সরকার। ১ নভেম্বর থেকে সে দেশে প্রবেশ করতে কোভিড পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হচ্ছে না। বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হচ্ছে না মাস্কও।

আইএইচএস/



Advertiser