শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

শপথ গ্রহণের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নবগঠিত কমিটির কার্যক্রম শুরু

গোবিখবর ডেস্ক:
উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতি। বিগত ০৮ নভেম্বর সৌরভ সাহা ও সানোয়ারুল হক সনি স্বাক্ষরিত ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয় সমিতির। কমিটিতে সভাপতি হিসেবে আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক হন সূর্য ইসলাম নির্বাচিত হন। ১০১ সদস্যের কমিটিতে জায়গা পান ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উক্ত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্বে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি, গোবিন্দগঞ্জ সমিতি-ঢাকার সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কেন্দ্রীয় উপকমিটি সদস্য সৌরভ কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সংসদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ সমিতি-ঢাকার সাংগঠনিক সম্পাদক সানোয়ারুল হক সনি ও প্রতিষ্ঠাকালীন প্রচার সম্পাদক ও গোবিন্দগঞ্জ সমিতি-ঢাকার ছাত্র ও বৃত্তি বিষয়ক সম্পাদক রিপন কুমার বর্মন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বর্তমান সাধারণ সম্পাদক মোঃ সূর্য ইসলাম ও সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রউফ।

প্রতিষ্ঠাতা সভাপতি সৌরভ কুমার সাহা বলেন, ‘২০১৪ সালে আমাদের নিজ হাতে গড়া শিক্ষার্থীদের কল্যাণে গড়ে ওঠা অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতি’র একটি সুন্দর কমিটির মাধ্যমে সাংগঠনিক যাত্রাকে স্বাগত জানাই। আমি ও আমার সাধারণ সম্পাদক সানোয়ারুল হক সনির প্রচেষ্টায় ঢাকায় পড়ুয়া গোবিন্দগঞ্জ উপজেলার সকল শিক্ষার্থীদের নিয়ে একটি কেন্দ্রীয় কমিটি দিতে পেরে খুব ভাল লাগছে। এই সংগঠনের সাথে আমার অনেক ভাললাগা ও ভালবাসা জড়িয়ে আছে। অনেকদিন পর ঢাকায় গোবিন্দগঞ্জের বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া অনেক শিক্ষার্থীদের একত্রে দেখে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। আজ নতুন কমিটির শপথ বাক্য পাঠ ও পরিচিতি সভার মাধ্যমে কার্যক্রম শুরু হল।

সার্বক্ষণিক তত্ত্বাবধানের মাধ্যমে তাদের অধিকার ও সমিতির লক্ষ্য অর্জনের সকল দিক নিশ্চিত করতে এবংএই সমিতির সকল মঙ্গলজনক কাজে আমাকে সবসময় পাশে পাবে। আমি সকলের সুন্দর ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করছি।’
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সানোয়ারুল হক বলেন,‘চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে আমাদের সংগঠনের সদস্যদের সফট স্কিল বাড়ানো, তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ করে দেয়া ও সবাইকে নিয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা একত্রিত হয়ে কাজ করব।’

প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক রিপন কুমার বর্মন বলেন ‘গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে যারা আছে তাদের মাধ্যমে সংগঠন আরো গতিশীল হবে এবং ছাত্রদের কল্যাণে কাজ করবে বলে আশা রাখি। নতুন নেতৃত্ব নিবার্চিত করার জন্য প্রতিষ্ঠাতা সভাপতি সৌরভ সাহা দাদা ও সাধারণ সম্পাদক সানোয়ারুল হক সনি ভাই কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠানের শুরতেই সূচনা বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি মো: আব্দুর রউফ। তিনি তার বক্তব্যে বলেন, ‘গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক ও ছাত্রকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। সেই ধারা অবহ্যাত রাখতে সৌরভ কুমার সাহা দাদা ও সানোয়ারুল হক সনি ভাই গত ৮ নভেম্বর আমাকে সভাপতি ও মো: সূর্য ইসলাম কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে। নতুন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সৌরভ দাদা ও সনি ভাইয়ের প্রতি। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন কমিটি সকল সদস্যকে নিয়ে। নতুন কমিটির সদস্যদের উদ্দেশ্য আপনাদের সাথে নিয়ে কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করে যাব । তিনি গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেন ,শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা, ভর্তির সময় শিক্ষার্থীদের সহায়তা করা, নিয়মিত ক্যারিয়ার সেমিনার আয়োজন করা, বনভোজন ও সাংস্কতিক অনুষ্ঠান আয়োজন করা ইত্যাদি। গোবিন্দগঞ্জের শিক্ষার্থীদের জন্য ছাত্রকল্যাণ ও সমাজসেবামূলক কাজ করাই গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির মূল উদ্দেশ্য।


মেধা, মনন ও সৃজনশীলতার মাধ্যমে আগামীর সুন্দর গোবিন্দগঞ্জ বিনির্মাণে ছাত্রকল্যাণ সমিতির প্রত্যেক সদস্য অংশগ্রহণ করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।’
সংগঠনের সহ-সভাপতি হিসেবে মাহামুদুন নবী রোমান বলেন, সংগঠনকে গতিশীল করতে সকলের মধ্যকার যোগাযোগ বৃদ্ধি করতে হবে, একই সাথে সংগঠনের সকল সদস্যের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার কথা বলেন। গরীব মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য বৃত্তির ব্যাবস্থা করার কথা বলেন।

সংগঠনের সহ-সভাপতি মাফি বলেন, আমাদের গোবিন্দগঞ্জের আপামর শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসতে হবে।গরীব মেধাবী শিক্ষার্থীরা যাতে ঝরে না পরে সেইদিকে মনোযোগ দিতে হবে। গোবিন্দগঞ্জ থেকে ঢাকায় এসে অনেকে রক্ত সংগ্রহ করতে হিমশিম খায় সেই ক্ষেত্রে আমরা সংগঠনের পক্ষ থেকে সবার রক্তের গ্রুপ তালিকা প্রস্তুত করলে সহজের তাদের পাশে দাঁড়াতে পারব। যা সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
পরিবেশ বিষয়ক সম্পাদক শাম্মী খানম বলেন, তিনি পরিবেশ বিষয়ক সম্পাদক হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা করেন সৌরভ কুমার সাহা দাদা এবং সানোয়ারুল হক সানি ভাইয়ের প্রতি। সংগঠনের সকল কাজ আমরা যেন দৃঢ়ভাবে পালন করি কমিটির সকল সদস্যের কাছে তিনি এই প্রত্যাশা করেন। বন্যা কবলিত এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি,,দারিদ্র্য শিক্ষার্থী মাঝে বৃত্তি প্রদান করা, ভর্তিযুদ্ধের সময় শিক্ষার্থীদের থাকা খাওয়া বিষয়ক সমস্যা সমাধান করা, বেশী বেশী শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার আয়োজন করার কথা বলেন।

গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক পল্লব রানা পারভেজ বলেন, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির মূল লক্ষ্য হবে গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা যেন ঝড়ে পরে না যায় তাই শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করা পাশাপাশি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্হা করা। গোবিন্দগঞ্জ উপজেলার অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির উপ প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রাকিব বলেন, একজন উপ প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সংগঠনে নিম্নোক্ত লক্ষ্য পূরণের জন্য কাজ করে যাবো।
সংগঠনের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়ারের ব্যবহার শেখানো , শিক্ষার্থীদের লিংকডইন প্রোফাইল গড়ে তুলতে সাহায্য করা,মানসম্পন্ন ও গ্রহনযোগ্য সিভি বানানোর প্রশিক্ষণ দেয়া, কর্মমুখী শিক্ষা সেমিনার আয়োজন করা এবং সেই সাথে তিনি সংগঠনের নিজস্ব অর্থ ফান্ড তৈরির মাধ্যমে যেকোনো জরুরী সময়ে নিজেদের প্রস্তুত রাখার কথা বলেন।

The post শপথ গ্রহণের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নবগঠিত কমিটির কার্যক্রম শুরু appeared first on গোবি খবর.



Advertiser