সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

ভোলায় আগুনে পুড়ে ছাই ১৬ দোকান

ভোলার মনপুরায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (১৪ নভেম্বর) ভোরে ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল্লাহ কাজল জাগো নিউজকে বলেন, ভোরে কোড়ালিয়া বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে ওই বাজারের গার্মেন্টস, জুয়েলারি, ফার্মেসি, সার-কীটনাশক, প্লাস্টিক, কম্পিউটার, মোবাইল, সেলুনসহ ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় চার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।

জুয়েল সাহা বিকাশ/জেএস/জেআইএম



Advertiser