রাজধানীর খিলগাঁও থানার কায়েতপাড়া সংলগ্ন বালু নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশকে খবর দেয়। পরে খিলগাঁও থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, রাত ১০টার দিকে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নৌ পুলিশের কাছ থেকে জানতে পেরেছি কায়েতপাড়া বাজার সংলগ্ন বালু নদীতে মরদেহ ভসছিল। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মৃত যুবকের নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান এসআই মো. আসাদুজ্জামান।
কাজী আল-আমিন/কেএসআর/এমএস