চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে আসাব উদ্দিন নামে ৯ বছর বয়সী (আনুমানিক) এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
আসাব উদ্দিন উপজেলার সরল ইউনিয়নের ডেবাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে পৌনে ২টার দিকে বাঁশখালীর শিলকূপ ইউনিয়নের মনকিরচর এলাকার তালিমুল কোরআন মাদরাসার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
বাঁশখালী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আজিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুপুর দেড়টার দিকে তালিমুল কোরআন মাদরাসার পুকুরে এক ছাত্র ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পুকুরে নামার প্রস্তুতির মধ্যেই স্থানীয় লোকজন ওই ছাত্রকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। এরপর বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইকবাল হোসেন/এমএএইচ/জেআইএম