প্রবীণদের নিয়ে এক ব্যতিক্রমী আনন্দ ভ্রমণ ও বনভোজনের আয়োজন করেছে ‘রহিমপুর মুক্তমঞ্চ’ নামে ঈশ্বরদীর একটি সামাজিক সংগঠন।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রেলওয়ে হার্ডিঞ্জব্রিজ ও লালন শাহ সেতুর পশ্চিম পাশে পদ্মাপাড়ে গড়ে ওঠা মনিপার্কে এ আয়োজন করা হয়।

এই আনন্দ ভ্রমণ ও বনভোজনে ঈশ্বরদীর ২০০ প্রবীণ অংশ নেয়। তারা বিনোদন পার্ক ঘুরে বিভিন্ন রাইড ব্যবহার করেন এবং আনন্দ উচ্ছ্বাসে সময় কাটান। এসময় তাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এর আগে, ওহিদুজ্জামান টিপুর সঞ্চালনায় প্রবীণদের সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন ঈশ্বরদী প্রেস ক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহ-সভাপতি খোন্দকার মাহবুবুল হক, মুলাডুলি কলেজ অধ্যক্ষ এনামুল হক পাঠান।

প্রবীণ শরীফ উদ্দিন বলেন, এলাকার বন্ধুবান্ধব ও সমবয়সী প্রায় সবাই এখানে এসেছি। সবাই একসঙ্গে আনন্দে মেতে উঠেছি। এমন আয়োজনে সবাই উচ্ছ্বাসিত।
অনুষ্ঠানের আয়োজক মুক্তমঞ্চের সংগঠক আসাদুজ্জামান শিহাব বলেন, এলাকার প্রবীণ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে প্রতি বছর আনন্দ ভ্রমণ ও বনভোজনের আয়োজন করা হয়। আজকের দিনটি প্রবীণরা মনভরে আনন্দ করেছে। পার্কে ঘুরাফেরা ও নানা রকম খেলাধুলায় দিনটি কেটেছে।
শেখ মহসীন/জেএস/জেআইএম
