জামালপুরে চিপসের প্যাকেটে করে ইয়াবা পাচারকালে মানিক (৪০) মিয়া নামে এক কারবারিকে আটক করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে নান্দিনা রেলগেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মানিক মিয়া চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বড় হলদিয়া গ্রামের মৃত আ. আজিজের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নান্দিনা রেলগেইট সংলগ্ন রহমত আলীর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মানিক মিয়াকে আটক করা হয়। এসময় চিপসের প্যাকেটে থাকা এক হাজার ২০০ পিস ইয়াবা ও একটি মোবাইল সেট (সিমসহ) জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা আশিক উজ্জামান বলেন, আটক আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. নাসিম উদ্দিন/জেএস/এএসএম