সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

মালয়েশিয়ায় ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিটে বাংলাদেশ

ইউনিভার্সাল ইয়ুথ মুভমেন্টের আয়োজনে ও ইয়ুথ হাব’ এর সহযোগিতায় মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট। সামিটে বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ থেকে ১৫০ জন যুব প্রতিনিধি অংশ নেন।

jagonews24

মালয়েশিয়ায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিটে বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ থেকে অংশ নেওয়া ১৫০ জন যুব প্রতিনিধিরা।

১৬ ডিসেম্বর সান্তা গ্র্যান্ড সিগনেচার হোটেল কুয়ালালামপুরে ইউনিভার্সাল ইয়ুথ মুভমেন্টের প্রতিষ্ঠাতা শেরীন শামলার সভাপতিত্বে ও ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ারের মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে সামিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

jagonews24

মালয়েশিয়ায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিটে বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ থেকে অংশ নেওয়া ১৫০ জন যুব প্রতিনিধিরা।

প্রথম দিন অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সমাজকর্মী ও টেক ইভানজেলিস্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল ও ইয়ুথ হাবের সাধারণ সম্পাদক সুমাইয়া জাফরিন চৌধুরী। সামিটের ২য় দিন অনুষ্ঠিত হয় সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটি ও ৩য় দিন অনুঠিত হয় ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়াতে।

jagonews24সামিটে ইনোভেশন, টেকনোলজি ও লিডারশিপের ওপর আলোচনা করছেন ইয়থ হাবের সভাপতি পাভেল সারওয়ার

শেষ দিনে বিভিন্ন সামষ্টিক কার্যক্রম, অ্যাওয়ার্ড প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রবন্ধ উপস্থাপন করা হয়। সামিটে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমিয়া পাবলিক সেক্টর ও মালয়েশিয়ান রিসার্চ এক্সেলেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের সিনিয়র ম্যানেজার খায়রুল মাজওয়ান বিনতি ইব্রাহিম পাতি, মুসলিম ফিলিপিনো জাতীয় কমিশনের ব্যুরো পরিচালক, কোসানি মোরতাবা, মেট্রো ম্যানিলা ফিলিপাইনের মেরি জনস্টন হাসপাতালের ইন্টারনাল মেডিসিন, দেরোগনগান, প্রিন্সেস হানিফা কে. সাবদুল্লাহ, অঞ্জা এথেনা হোল্ডিংসের প্রতিষ্ঠাতা, আঞ্জা জুলিয়াহ আবু বকর ও উদ্যোক্তা ও লেখক এস এম বেলাল উদ্দিন।

jagonews24

সামিটে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ওপর বক্তব্য দেন লেখক, সমাজকর্মী ও টেক ইভানজেলিস্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল

সামিটে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল কন্টিনেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, টেক সাথী, জেসিআই ঢাকা ওয়েস্ট, স্কুল অব বিসনেজ অ্যান্ড ইকোনমিক্স অ্যাসোসিয়েশন- ইউপিএম ও অর্কিড এশিয়া ইনফোটেক।

এমআরএম/এমএস



Advertiser