বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

শহীদ বুদ্ধিজীবী দিবসে আইইবির শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির নেতাকর্মীরা এই পুষ্পস্তবক অর্পণ করেন।

আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলুর নেতৃত্বে ওই পুষ্পস্তবক অর্পণে আইইবির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিন, আইইবি কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হুসেন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শেখ, আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী শেখ খায়রুল বাশার, ভাইস চেয়ারম্যান মো. মুসলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএমএ/জেডএইচ/জেআইএম



Advertiser