রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

ঠাকুরগাঁওয়ে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি: কুমারপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ২০২২ এসএসসি পরীক্ষার্থী জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের স্মারক প্রদান অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্ম সংগঠনের আয়োজনে এসএসসি পরীক্ষার্থী জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের স্মারক প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি আর রাকিব প্রান্ত এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলি ভুট্টো, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রওশনুল হক তুষার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, চেম্বার অফ কমার্সের এর সদস্য শাওন চৌধুরী, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলীসহ বালিয়া, দেবীপুর, আউলিয়াপুর, শুকানপুকুরী, বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান গন অন্যান্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাকিব ইসলাম রকি। সঙ্ঘবদ্ধ সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সংবাদকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা এসএসসি পরীক্ষার্থী জিপিএ -৫ প্রাপ্ত ৯০ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ফুল ও সম্মাননা ক্রেজ হাতে তুলে দেন।

The post ঠাকুরগাঁওয়ে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা appeared first on গোবি খবর.



Advertiser