নাশকতা মামলায় সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যায় ভায়রা কারাগারে
তাসকিন আহমেদ চিশতি শহরের কামালনগর এলাকার বাসিন্দা। তিনি টানা দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী জাগো নিউজকে বলেন, সাতক্ষীরা সদর থানার ষড়যন্ত্রমূলক মামলায় আদালতে জামিনের আবেদন জানানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে বিএনপি নেতা চিশতিকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন: জামিন চাইতে এসে বিএনপি-অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মী কারাগারে
আহসানুর রাজিব/এসজে/জেআইএম