ফেনসিডিল রাখার দায়ে দুই কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ আদেশ প্রদান করেন। দণ্ডিতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের মতি মল্লিকের ছেলে মামুন মল্লিক ও টেংরামারী গ্রামের ইজালের ছেলে রবিউল ইসলাম। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পল্লব ভট্টাচার্য জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: হাইকোর্টে মৃত্যুদণ্ডের সাজা কমে স্বামীর যাবজ্জীবন
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মোস্তফা শওকত জামান ও সঙ্গীয় ফোর্স মুজিবনগর উপজেলার সাহেবপুর বাজার এলাকায় সবজি বোঝাই একটি মিনিট্রাকে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১০ জন সাক্ষী দেন। উভয় পক্ষের কৌঁসুলিদের যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
আসিফ ইকবাল/জেএস/এমএস