রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রামে শীতবস্ত্রের চাহিদা বেড়েছে

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। এতে সুপার মার্কেটসহ বিভিন্ন বিপণি-বিতানগুলোতে গরম কাপড় বিক্রির হিড়িক পড়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। সাধ্য ও পছন্দ দুই মিলে শীতবস্ত্র কিনছেন ক্রেতারা। তবে নিম্নবিত্ত মানুষরা ছুটছেন কম দামি কাপড়ের দোকানগুলোতে।

কুড়িগ্রাম পৌর শহরের সুপার মার্কেট ঘুরে দেখা যায়, শীত নিবারণের জন্য ক্রেতারা তাদের সাধ্য অনুযায়ী গরম কাপড় কিনছেন। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দর কষাকষি।

jagonews24

কথা হয় কম দামি কাপড়ের দোকানে আসা ইয়াকুব আলীর সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, গতবছর যে শীতের কাপড় ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে কিনতে পেরেছি এখন তা ৬০০ থেকে ৭০০ টাকা দামে নিতে হচ্ছে। পুরোনো সুয়েটারগুলো আগে ১৫০ থেকে ২০০ টাকায় কিনতে পারতাম। এখন তা কিনতে ৩০০ টাকা গুনতে হচ্ছে।

ক্রেতা ছাহেরা বেগম বলেন, ‘আমরা নিম্নবিত্ত পরিবারের মানুষ। সুপার মার্কেট থেকে কাপড় কেনা আমাদের জন্য কষ্টকর। শীত তো আর ধনী-গরিব বোঝে না। ঠান্ডা থেকে বাঁচতে কম দামি কাপড়ের দোকানগুলোতে ঘুরছি। বাচ্চা দুটোর জন্য গরমের কাপড় পাওয়া যায় কি না দেখি।’

jagonews24

কাপড় ব্যবসায়ী আলামিন বলেন, গতবছরের তুলনায় এ বছর শীতের কাপড়ের দাম তুলনামূলক একটু বেশি। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ক্রেতাদের ভিড় বেড়েছে। বিক্রিও বেশ ভালো হচ্ছে।

আরেক কাপড় ব্যবসায়ী মো. নুরুজ্জামান জানান, প্রতিদিন গড়ে ১৫-২০ হাজার টাকার কাপড় বিক্রি হচ্ছে। আশা করছেন সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে।

jagonews24

জানতে চাইলে কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ মিঞা বলেন, গত দুই সপ্তাহ ধরে শীতের তীব্রতা বাড়ায় দোকানগুলোতে ক্রেতার উপস্থিতি বেড়েছে। এতে বেচাকেনাও জমে উঠেছে।

ফজলুল করিম ফারাজী/এসআর/জিকেএস



Advertiser