বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

সাংবাদিকের প্রশ্নে ভোটারের লাইন থেকে কয়েকজন যুবক-কিশোরের দৌড়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচন চলছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম।

বেলা সাড়ে ১১টার দিকে সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, সুনসান নীরবতা। ভোটারদের লাইনে কোনো লোকজন নেই। বাইরে দাঁড়িয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কেন্দ্রের বাইরে উৎসুক মানুষের ভিড় আছে।

bra-(2).jpg

এদিকে ভেতরে যেতেই সাংবাদিকদের উপস্থিতি দেখে স্থানীয় এক যুবক কিছু যুবক-কিশোরকে নিয়ে ভোটারদের লাইনে দাঁড়ালেন। এ অবস্থায় লাইনের সামনে দাঁড়িয়ে থাকা এক কিশোরকে ভোটার কিনা প্রশ্ন করতেই বললেন, ‘আমাদের লাইনে দাঁড়াতে বলেছে।’ কে বলেছে এবং নাম পরিচয় জিজ্ঞেস করতেই কিশোরসহ বশে কয়েকজন লাইন থেকে দৌড়ে পালিয়ে যান৷

jagonews24

এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ ইসরাফিল জাগো নিউজকে বলেন, আমার কেন্দ্রে ৯টি বুথে ৪ হাজার ৪১ ভোট আছে৷ এরমধ্যে এখন পর্যন্ত (বেলা সাড়ে ১১টা পর্যন্ত) ভোট পড়েছে ১৭০টি। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস



Advertiser