বান্দরবানের থানচিতে পর্যটকবাহী দুই ডিঙি নৌকার মুখোমুখি সংঘর্ষে সামংগ্যা ত্রিপুরা (৫০) নামে এক মাঝি নিহত হয়েছেন।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার ৩ নম্বর থানচি ইউপি সংলগ্ন সাঙ্গু নদীর পদ্ম মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামংগ্যা ত্রিপুরা থানচির ১ নম্বর রেমাক্রি ইউপির ৭ নম্বর ওয়ার্ড খেসাপ্রু পাড়া এলাকার মৃত বাসামনি ত্রিপুরার ছেলে।
আরও পড়ুন: জাতীয় মহাসড়কে যুক্ত হলো বান্দরবান, বদলে যাবে পর্যটন
স্থানীয় সূত্রে জানা যায়, মাংলো ম্রো নামে এক মাঝি রেমাক্রি থেকে থানচি সদরে আসার পথে সাঙ্গু নদীর পদ্ম মুখ এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন মাঝি সামংগ্যা ত্রিপুরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানচি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত নৌকার মাঝিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নৌকায় থাকা পর্যটকরা সবাই সুস্থ আছেন।
নয়ন চক্রবর্তী/জেএস/জেআইএম