ফেনীর দাগনভূঞা পৌর শহরে এক নারীর কাছ থেকে সোনা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মনির হোসেন (৪২), মো. সবুজ (৩০), রাকিব হোসেন (২৩)।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ফেনীতে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
তিনি বলেন, সোমবার বিকালে পৌর শহর থেকে তাহেরা বেগম (৫০) নামে এক নারী ছিনতাইকারীদের কবলে পড়েন। তার কাছ থেকে একটি সোনার আংটি, এক জোড়া সোনার কানের দুল, পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার তিনজনকে আসামি করে মামলা করেন তিনি। মামলার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি আরও বলেন, ছিনতাই হওয়া একটি সোনার আংটি, এক জোড়া সোনার কানের দুল, পাঁচ হাজার টাকা ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/জিকেএস