দেশে গণতন্ত্র থাকলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন বাংলাদেশ দাওয়াত পেতো বলে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গত বছর গণতন্ত্র সম্মেলন হয়েছিল, সেখানে বাংলাদেশকে ডাকেনি। এ বছরও গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায়নি বাংলাদেশ। পাকিস্তান সেই সম্মেলনে দাওয়াত পেয়েছে। কিন্তু বাংলাদেশ পাইনি। এতেই বুঝা যায় বাংলাদেশের গণতন্ত্র কোথায়। গণতন্ত্র হরণ করে দেশ চালাচ্ছে সরকার।
আরও পড়ুন: রমজানে দ্রব্যমূল্য বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহ দিচ্ছে বিএনপি
বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের গাড়িবহরে গুলি ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন হয়।
মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ বলে তারা না কি রাজপথ থেকে উঠে এসেছে। তাদের এত নেতা থাকতে সাহাবুদ্দিনকে কেন রাষ্ট্রপতি করা হলো? তাকে রাষ্ট্রপতি করে হাজার প্রশ্নের জন্ম দিয়েছে আওয়ামী লীগ।
আরও পড়ুন: বিরোধী দল ফাঁদে পা না দেওয়ায় নেতা-মন্ত্রীরা হতাশ: মোশাররফ
বুলু আরও বলেন, এই সরকারের পতনের জন্য দেশ প্রেমিক সব সংগঠন রাস্তায় নেমেছে। আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের মধ্য দিয়েই সরকারের পতন হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তৃতা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, বিলকিস ইসলাম, কৃষকদলের সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী, ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক প্রমুখ।
কেএইচ/জেডএইচ/জেআইএম