জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। প্রথমবারে মতো নির্মাতা ফজলে কবীর তুহিন পরিচালিত ‘বিলডাকিনি’ সিনেমা দিয়েই তার সিনেমায় প্লে-ব্যাক যাত্রা শুরু হতে যাচ্ছে। ‘বিলডাকিনি’ সিনেমাটিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার পার্ণো মিত্র।
জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন নির্মাতা ফজলে কবীর। তিনি বলেন , ‘বিলডাকিনি’ সিনেমার প্রয়োজনে জেলখানার মধ্যে একটা গান দরকার ছিল। তখন মনে হলো, এ গানটি বেশ যায়। মোশাররফকে বললাম, এ গানটি গাওয়া যায় কিনা? তিনি বললেন, অবশ্যই গাইব।
গানের কথাগুলো এমন—‘যা দেখি তার সবই ভালো/ ভালো, ভালো লাগে না/ ভালো কেন এত ভালো তাই/ কিছু ভালো লাগে না।’ গানটির কথা ও সুর মোশাররফ করিমের, সঙ্গীত পরিচালনা করেছেন আশরাফ বাবু।
‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিমের ও পার্ণো মিত্র এছাড়া আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আইরিন পুতুল, উজ্জ্বল, সম্রাট, ফারুক প্রমুখ। চলতি বছরে মুক্তির কথা আছে সিনেমাটির।
এমআই/জিকেএস