ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনটি নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করেছে কর্তৃপক্ষ। রোববার (১৯ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ ফেব্রুয়ারি মেডিকেল অফিসার পদের নিয়োগ নির্বাচনী বোর্ড, ২২ ফেব্রুয়ারি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পদগুলোর নিয়োগ নির্বাচনী বোর্ডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জাগো নিউজকে বলেন, কিছু জটিলতার কারণে প্রশাসনের সঙ্গে আলোচনা করে আপাতত স্থগিত করা হয়েছে। জটিলতা নিরসন হলে পরবর্তীতে আবারো বিজ্ঞপ্তি দেওয়া হবে।
রুমি নোমান/এসজে/এমএস